সিটিজেন চার্টার
ক্রমিক নং | জন সাধারনের প্রাপ্য সেবার ধরন | সেবা প্রাপ্তির জন্য অনুসরনীয় পদ্ধতি | প্রয়োজনীয় ফি | নির্ধারিত ন্যূনতম/সর্বোচ্চ সময়সীমা | সেবা প্রদানের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীর পদবী | মন্তব্য্ | ||
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ||
০১ | নামজারী/জমা খারিজ ও রেকর্ড সংশোধন | ক) নির্ধারিত ফরমে আবেদন করতে হবে খ)মালিকানা স্বত্বের প্রয়োজনীয় কাগজ পত্র আবেদনের সংগে সংযুক্ত করতে হবে। গ)(i)নামজারী মোকদ্দমার রায় বা আদেশের বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্তি সাদা কাগজে আবেদনের মাধ্যমে আপীল করতে পারবে। ঘ) (i) প্রদত্ত আদেশের বিরুদ্ধে ক্ষতিপ্রস্ত পক্ষ আদেশটি রিভিউ করতে পারবে | i) আবেদন পত্রে ৫/- টাকা কোর্ট ফি লাগাতে হবে। ii) জারী ফি ২.৫০ টাকা প্রস্তাব পত্রে লাগাতে হবে। iii) খতিয়ান ফিস ২৪৩/- ডি,সি,আর যোগে গ) i) আবেদন পত্রে ৫/- টাকার কোর্ট ফি লাগাতে হবে। ঘ) (i)আবেদন পত্রে ৫/- টাকার কোর্ট ফি লাগাতে হবে। | ৪৫ দিন
গ) i) আদেশ প্রদানের ৩০ দিনের মধ্যে ঘ) (i) ঐ | ক) সহকারী কমিশনার(ভূমি) খ) জমা বিভাগ সহকারী গ) ইউঃ ভুূঃ সহঃ কর্মকর্তা গ) i) অতিরিক্ত জেলা প্রশাসক (রাঃ)
ঘ)(i) সহকারী কমিশনার(ভুমি) |
| ||
০২ | কৃষি খাস জমি বন্দোবস্তের প্রদান বিষয়ে তথ্য | ক) কৃষি খাস জমি বন্দোবস্তের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে খ) আবেদনের সাথে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেট ও পাসপোর্ট সাইজের স্বামী স্ত্রীর একত্রে ছবি জমা দিতে হবে। গ) ভূমিহীন বাছাইয়ের জন্য উপজেলা কৃষি খাস জমি বন্দোবস্ত ও ব্যবস্থাপনা কমিটির নিকট হাজির হতে হবে। ঘ) জেলা প্রশাসক কর্তৃক পত্তন মোকদ্দমা মজ্ঞুরীর পর কবুলিয়ত ফরমে স্বামী স্ত্রীর স্বাক্ষর করতে হবে। | ক) একর প্রতি সেলামী ১.০০ টাকা (ডি,সি,আর যোগে) খ) ভুমি উন্নয়ন কর ২.০০ টাকা দাখিলা যোগে। |
| ক) সংশ্লিষ্ট সহকারী খ) ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা |
| ||
০৩ | আদেশের নকল | সাদা কাগজে আবেদন করতে হবে। | ক) আবেদনে ৫/- টাকার কোর্ট ফি খ) প্রয়োজনীয় কোর্ট ফি সহ ফলিও জমা দিতে হবে। |
| ক) সহকারী কমিশনার(ভুমি) খ) সংশ্লিষ্ট অফিস সহকারী |
| ||
০৪ | অর্পিত সম্পত্তি বন্দোবস্ত গ্রহণ ও লীজ নবায়ন | নির্ধারিত ফরমে আবেদন করতে হবে | ১) আবেদনে ৫/- টাকার কোর্ট ফি দিতে হবে ২) জমির শ্রেণী সালামীর হার ক) কৃষি জমি একর প্রতি ৫০০/-টাকা খ) অকৃষি ভিটি জমি একর প্রতি ২০০০/- টাকা গ) শিল্প ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত জমি একর প্রতি ৩০০০/- টাকা
ঘ) আবাসিক ঘরঃ কাঁচা ঘর মেঝে ১/- টাকা প্রতি বর্গফুট কাঁচা, টিনের দেওয়াল ও ছাদ)
ঙ) আবাসিক ঘরঃ আধা-পাকা(পাকা ১.৫০টাকা প্রঃবর্গ ফুঃ মেঝেঃ ও দেওয়াল এবং টিনের ছাদ) চ) আবাসিক ঘরঃ পাকা ঘর (দালান) ৩.৫০ টাকা ্রপ্রতিবর্গ ফুট ছ) বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত ৪.০০ টাকা প্রতি বর্গফুট টিনের ঘরঃ ’’আধা-পাকা ঘর/পাকা ঘর জ) ফল/ফুলের বাগান/পুকুর/দীঘি/ঝিলঃ টেন্ডারের মাধ্যমে ফলের বাগান এক বছর ভিত্তিতে এবং পুকুর/দীঘি/ঝিল ইত্যাদিক ক্ষেত্রে তিন বছরের ভিত্তিতে সর্বোচ্চ ডাককারীর অনুকুলে লীজ প্রদান করতে হবে।
| ০১ দিন | ক) সহকারী কমিশনার(ভূমি) খ) সংশ্লিষ্ট সহকারী |
| ||
০৫ | ভূমি উন্নয়ন কর | ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য ভূমির মালিকগণকে পূর্বের পরিশোধের দাখিলা সহ প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে সংশ্লিষ্ঠ ইউনিয়ন ভূমি অফিসে যেতে হবে। | ১৯৯১ ইং/ ১৩৯৮ বাং | ১) ৮.২৫(২৫ বিঘা পর্যন্ত ২) ৮.২৬-১০.০০ একর পর্যন্ত ৩) ১০.০০ একরের উর্দ্ধে | কর মওকুফ
০.৫০টাকা শতাংশ প্রতি ২.০০টাকা শতাংশ প্রতি | ০১ দিন | ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা
|
|
১৯৯৪ ইং/ ১৪০১ বাং
| ১) ৮.২৫ একর পর্যন্ত ২) ৮.২৬ একরের উর্দ্ধে | কর মওকুফ ১.০০ টাকা শতাংশ প্রতি | ||||||
১৯৯৫ ইং/ ১৪০২ বাং
| ১) ৮.২৫ একর পর্যন্ত ২) ৮.২৬- ১০.০০ একর পর্যন্ত ৩) ১০.০০ একরের উর্দ্ধে
| কর মওকুফ ০.৫০ টাকা শতাংশ প্রতি ১.০০ টাকা শতাংশ প্রতি
|
-০৩-
ক্রমিক নং | জন সাধারনের প্রাপ্য সেবার ধরন | সেবা প্রাপ্তির জন্য অনুসরনীয় পদ্দতি | প্রয়োজনীয় ফি | নির্ধারিত ন্যূনতম/সবেবার্চ সময়সীমা | সেবা প্রদানের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীর পদবী | মন্তব্য্ | ||
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ||
|
|
|
|
|
|
|
|
|
জেলা সদরের বাইরে অন্যান্য পৌর এলাকা | শিল্প/বাণিজ্যিক কাজে ব্যবহৃত জমি করের হার ১৭.০০ টাকা | আবাসিক অথবা অন্য কাজে ব্যবহৃত জমির করের হার ৬.০০ টাকা
| ||||||
পৌর এলাকা ঘোষিত হয়নি এরুপ এলাকা | ১৫.০০ টাকা শতাংশ প্রতি | ৫.০০ টাকা শতাংশ প্রতি | ||||||
০৬ | সপ লাইসেন্স | ক) সাদা কাগজে আবেদন করতে হবে খ) প্রকৃত ব্যবসায়ী ট্রেড লাইসেন্স সনদ পত্র আবেদনের সংগে জমা দিতে হবে গ) ছবি জমা দিতে হবে ঘ) চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ পত্র জমা দিতে হবে | ক) আবেদনে ৫/- টাকার কোর্ট ফি দিতে হবে খ) সপ লাইসেন্স অনুমোদিত হলে ডি,সি,আর মাধ্যমে নির্ধারিত ফি জমা দিতে হবে। গ) প্রতি বর্গ মিটার(বার্ষিক) ১০০/- টাকা (পৌর এলাকা) (ঘ) প্রতি বর্গ মিটার(বার্ষিক) ১৩/- টাকা (উপজেলা সদর বহির্ভূত) (ঙ) প্রতি বর্গ মিটার বার্ষিক ৫০/-টাকা(উপজেলা সদর) |
| ক)সহকারী কমিশনার(ভূমি) খ) ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা |
|
মন্তব্যঃ উপরে বর্ণিত সেবা প্রাপ্তিতে কোন অভিযোগ বা আপত্তি থাকলে অভিযোগ বর্ণনার জন্য নিম্নস্বাক্ষরকারীর সহিত যোগাযোগ করতে হবে।
সহকারী কমিশনার(ভূমি),
ঘাটাইল, টাঙ্গাইল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS